Thursday, April 16, 2020

মুরগির উকুন।।Lice



মুরগির উকুন (Lice)


উকুনের লক্ষণঃ


Ø মুরগি সর্বদা বিরক্তিবোধ করে, ঠোঁট দিয়ে সর্বদা পালক চুলকায়।

Ø ওজন হ্রাস পায় এবং রক্তশুন্যতায় ভোগে।

Ø এ রোগে আক্রান্তের ফলে ডিম উৎপাদন অস্বাভাবিক ভাবে হ্রাস পায়।

Ø সর্বদা পালক চুল্কানোর ফলে পালক সমূহ নষ্ট হয়ে যায়।

Ø মুরগিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করলে উকুন দেখা যায়।

মুরগির উকুনের চিকিৎসা বা প্রতিরোধঃ 


কাঠ পোড়ানো ছাই ২ ভাগ সোডিয়ামফ্লোরাড ১ ভাগ ২১ অনুপাতে মিশিয়ে পাফের সাহায্যে আক্রান্ত মুরগির মাথা পালকের গোড়া, লেজ ও মলদ্বারের চারপাশে আস্তে আস্তে বুলিয়ে ঝেড়ে ফেলতে হবে। ঔষধটি যাথে মুরগির চোখে মুখে না যায়।

Murgir ukun

No comments:

Post a Comment