Thursday, April 16, 2020

মুরগির মাইটস আক্রমন।।Poultry Mites Infestation


মাইটস আক্রমন (Mites Infestation)

পোল্ট্রির মাইটস এ রোগের কারণ।

মুরগির মাইটস আক্রমনের লক্ষণঃ

Ø পাখির অস্থিরতা প্রকাশ পায়।

Ø আহার কমে যায়।

Ø রক্তশুন্যতায় ভূগে।

Ø শরীরের বৃদ্ধির ব্যাঘাত ঘটে।

Ø ক্ষতের সৃষ্টি করে।

Ø গায়ের পায়ের আঁশ সৃষ্ট হয়।

Ø মাইট্রেট আক্রান্ত স্থান প্রচুর চুলকায়।

Ø ক্ষত ও পালক তুলে ফেলে।

মুরগির মাইটস রোগ নির্ণয়ঃ


বৈশিষ্টপূর্ণ উপসর্গ ও চাক্ষুস পরিক্ষা ও রোগের ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায়।

চিকিৎসা ও প্রতরোধঃ

মুরগির ঘরে ও দেহে উকুন ও মাইটস মারার জন্যে কিটনাশক ঔষধ ব্যাবহার করতে হবে।

ম্যালাথিন ৫% পানিতে অথবা সেভিন ৫ গ্রাম/ ৫ মিলি ঔষধ ১ লিটার পানিতে মিশিয়ে ২০ টি মুরগিকে স্প্রে করতে হবে।

সাবধানতাঃ


  •  ঔষধ কোন ক্রমে মাত্রার বেশি দেওয়া যাবে না।
  •  স্প্রে করার ২ ঘন্টা পর পরিস্কার পানি দিয়ে পাখির পালক ধুঁইয়ে মুছে দিতে হবে।
  •  মুরগির গায়ে ক্ষত থাকলে স্প্রে করা ঠিক নয়।
  •  স্প্রে করার সময় ঔষধের পানি চোখ, মুখ, কানে প্রয়োগ করা যাবে না।
  •  ঔষধ দিনে একবার প্রয়োগ করা যাবে।
 ঔষধ প্রয়োগের ১৪ দিন পর পুনরায় প্রয়োগ করতে হবে।

মুরগির উকুন
মুরগির মাইট
Murgir ukun
Murgir mait

No comments:

Post a Comment