পুলোরাম রোগ (Pullorum disease)
সালমোনেলা পুলোরাম (Salmonella pullorum) নামক ভাইরাসলক্ষণঃ
· বাচ্চা ডিমের ভিতরেই মারা যায়।· বাচ্চা ডিম থেকে বের হয়ে অল্পকিছুক্ষনের মধ্যে মারা যায়।
· বাচ্চা মাথা নিচু করে ঝিম মেরে থাকে।
· ঘন ঘন পাতলা সাদা বর্ণের পাখানা করে।
· বাচ্চা কিছু খাই না।
· খাদ্য গ্রহনে অনীহা।
· শীতে কাঁপে, চিঁচিঁ চিৎকার করে।
· দুই এক দিনের মধ্যে অধিক সংখক মারা যায়।
রোগ নির্ণয়ঃ
· লক্ষণ দেখে এ রোগ অনেকটা নিশ্চিত হওয়া যায়।· যে সকল বাচ্চা ডিমের ভিতর মারা যায় তাদের পেটের ভিতর ডিমের কুসুম দেখা যায়।
· জন্মের পর মারা গেলে নাভীতে ঝুলন্ত কুসুম দেখা যায়।
চিকিৎসাঃ
মাইক্রোনিড প্রতি লিটার খাবার পানিতে ০.৫ থেকে ১.০ গ্রাম মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে।
অথবা
এনরোসিন প্রতি লিটার খাবার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
প্রতিরোধঃ
1. আক্রান্ত মুরগীর ডিম বাচ্চা উৎপাদনের জন্য ব্যাবহার করা যাবে না।
2. রোগ বিস্তারের উৎস নির্মূল করতে হবে।
3. ব্রুডার জীবানু নাশক দ্বারা জীবানু মুক্ত করতে হবে।
4. ব্রুডার ঘর, মুরগীর ঘর জীবানু নাশক দ্বারা জীবানু মুক্ত করতে হবে।
5. হ্যাচারী পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
6. যেসকল মুরগীর ডিম বাচ্চা ফুটানোর জন্য ব্যাবহার করা হবে ঐ সকল মুরগীকে পরীক্ষা করে ডিম ব্যাবহার করতে হবে।
No comments:
Post a Comment