কলিব্যাসিলোসিস (Colibacillosis)
ইসকোরিশিয়া কলাই (Haemophillus Paragallinarum) নামক ব্যাকটেরিয়া।
· মুরগীর শ্বাস কষ্ট হয়।
· নাক ও মূখ দিয়ে শ্লেমা ও লালা ঝরে।
· শীতকালে মৃত্যুর হার বেশী হয়।
· মুরগীর ধকল সৃষ্টি হলে আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ে।
· কোন কোন সময় পাতলা পায়খানা হয়।
বৈশিষ্টপূর্ণ রোগের লক্ষণ ও ব্লাড সেরাম টেস্ট করে রোগ নির্ণয় করা যায়।
ডক্সসিন-ভেট ১ গ্রাম ২ লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে
অথবা,
সিপ্রোসল-১০ ১ মিলি ১-২ লিটার পানিতে মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে।
ডিম পাড়া মুরগীর মল যাতে ফডিমে না লাগে তাই ডিম তাড়াতাড়ি ডিম সংগ্রহ করতে হবে। ইনকিউবেটরে যেন ডিম না ভাঙ্গে ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রতিরোধ মাত্রায় যে কোন একটি এন্টিবায়োটিক ঔষধ খাওয়ানো প্রয়োজন।
লক্ষণঃ
· মুরগীর শ্বাস কষ্ট হয়।
· নাক ও মূখ দিয়ে শ্লেমা ও লালা ঝরে।
· শীতকালে মৃত্যুর হার বেশী হয়।
· মুরগীর ধকল সৃষ্টি হলে আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ে।
· কোন কোন সময় পাতলা পায়খানা হয়।
রোগ নির্ণয়ঃ
বৈশিষ্টপূর্ণ রোগের লক্ষণ ও ব্লাড সেরাম টেস্ট করে রোগ নির্ণয় করা যায়।
চিকিৎসাঃ
ডক্সসিন-ভেট ১ গ্রাম ২ লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে
অথবা,
সিপ্রোসল-১০ ১ মিলি ১-২ লিটার পানিতে মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে।
প্রতিরোধঃ
ডিম পাড়া মুরগীর মল যাতে ফডিমে না লাগে তাই ডিম তাড়াতাড়ি ডিম সংগ্রহ করতে হবে। ইনকিউবেটরে যেন ডিম না ভাঙ্গে ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রতিরোধ মাত্রায় যে কোন একটি এন্টিবায়োটিক ঔষধ খাওয়ানো প্রয়োজন।
No comments:
Post a Comment