মুরগির ইনফেকসাস করাইজা (Infectious Cryza)
ইনফেকসাস করাইজার লক্ষণঃ
· ঠান্ডা লাগলে রোগের প্রকোপ বৃদ্ধি পায়।· সর্দির সাথে জ্বর এবং পানি পিপাসা বৃদ্ধি পায়।
· সর্দি ক্রমেই ঘন ও আঠালো হয় এবং ভিতর থেকে মাথার উপর চাপ সৃষ্টি করে। ফলে চোখের মনি ঠেলে বেরিয়ে আসতে চায়।
· চোখে ময়লা জমে এবং দুর্গন্ধ সৃষ্টি করে।
· পাখি খাওয়া কমিয়ে দেয় এবং কখনো কখনো ডায়রিয়া হতে দেখা যায়।
· ডিম পাড়া মুরগীর ডিম পাড়া কমে যায়।
· মৃত্যুর হার অতন্ত্য বেশি।
ইনফেকসাস করাইজার রোগ নির্ণয়ঃ
বৈশিষ্টপূর্ণ রোগের লক্ষণ ও ব্লাড সেরাম টেস্ট করে রোগ নির্ণয় করা যায়।
চিকিৎসাঃ
এনরোসিন প্রতি লিটার খাবার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ৪-৫ দিন খাওয়াতে হবে।
অথবা,
এসকাডক্স পাউডার-ডক্সিসাইক্লিন ১০% ১ গ্রাম ২ লিটার পানিতে মিশিয়ে ৩-৭ দিন খাওয়াতে হবে।
ইনফেকসাস করাইজার প্রতিরোধঃ
1. ব্যাবস্থাপনার উন্নতি করা।
2. পরিস্কার পরিচ্ছন্নতা।
3. প্রতিষেধক টিকা প্রদান।
4. আক্রান্ত ব্রিডার মুরগীর ডিম হ্যাচারিতে ব্যাবহার না করা।
No comments:
Post a Comment