Wednesday, April 15, 2020

ডাক কলেরা।।Duck Cholera


ডাক কলেরা (Duck Cholera)





পাসচুরেলা মালটোসিটা (Pasteurella multocida) নামক ব্যাকটেরিয়া।

 ডাক কলেরার লক্ষনঃ

· সবুজ বা হলুদ বর্ণের পাতলা পায়খানা করবে।

· হাঁসের পাখা বা ডানা ঝুলে পরবে।





· খাদ্য খাওয়া বন্ধ করে দিবে।

· নাক ও মুখ দিয়ে লালা ঝরতে থাকবে এবং চোখ দিয়ে পানি পড়বে।

· হাঁস হাঁটতে পারবে না অথবা ঝাটিয়ে হাঁটবে।

· অনেক সময় পানিতে মাথা একদিকে হেলিয়ে ঘুরতে থাকবে।

· ডিম পাড়া হাঁসের ডিম উৎপাদন কমে যাবে বা বন্ধ হয়ে যাবে।

ডাক কলেরার রোগ নির্ণয়ঃ


ময়না তদন্তে নির্দিষ্ট চিহ্ন-

· লিভার, প্লীহা, বৃক্কে অসংখ্য রক্ত ফোঁটা দেখা যাবে।

· লিভার বা যকৃত কিছুটা বড় হয়ে যাবে এবং ছোট আকৃতির অসংখ্য কালো বা সাদা দাগ পরিলক্ষিত হবে।

ডাক কলেরার চিকিৎসাঃ


· সুলট্রিক পাউডার রোগের সাধারণ চিকিৎসায় প্রতি লিটার পানিতে ১.৫-২.০ গ্রাম এবং তীব্র রোগের চিকিৎসায় প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম মিশিয়ে পর পর ৩-৫ দিন প্রয়োগ করতে হবে।

· অথবা,

· সিনোফ্লক্স ১০% প্রতি ২ লিটার পানিতে ১ গ্রাম সিনোফ্লক্স ১০% মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে।

ডাক কলেরার প্রতিরোধঃ


1. হাঁসের খামার সর্বদা স্বাস্থ্যসম্মত অবস্থায় রাখা উচিত। অসুস্থ হাঁসকে  তাৎক্ষনিকভাবে আলাদা করে চিকিৎসা দিতে হবে।

2. এ রোগ আক্রান্ত হয়ে মৃত সব হাঁসকে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং ঘরটি সম্পুর্ণভাবে জীবাণুনাশক দ্বারা জীবাণু মুক্ত করতে হবে।

3. খামারের সব হাঁসকে নিয়মিত এ রোগের বিরুদ্ধে টিকা প্রয়োগ করতে হবে।

No comments:

Post a Comment