বৃহদান্তে কৃমি (Heterkis gallinarum)
Heterkis gallinarum নমক গোল কৃমি।
বৃহদান্তে কৃমিরোগের লক্ষণঃ
Ø বাদামী রঙের পাতলা পায়খানা করে।
Ø আক্রান্ত মুরগির খাদ্য খাওয়া কমে যায় এবং আস্তে আস্তে শুকিয়ে যায়।
Ø ডিমপাড়া মুরগির ডিম একেবারে কমে যায়।
Ø পালক উসকো-খুসকো হয়ে যায়।
বৃহদান্তে কৃমিরোগের চিকিৎসাঃ
- এভিপার ১০ গ্রাম পাউডার ৬ লিটার পানিতে (১০০টি ৬ সপ্তাহে বাচ্চা অথবা ৩০ টি পূর্ণবয়স্ক মুরগির জন্যে) মিশিয়ে খাওয়াতে হবে।
- পোলনেক্স প্রতি কেজি ওজনের জন্য ০.০০৮ গ্রাম হিসাবে পানির সাথে মিশিয়ে ১ দিন খাওয়াতে হবে।
No comments:
Post a Comment