Friday, April 17, 2020

পল্টির রক্তা আমাশয়।।Poultry Coccidiosis





রক্তা আমাশয় (Coccidiosis)


রক্তা আমাশইয়ের লক্ষণঃ 


Ø     রক্ত মিশ্রিত মল ও মৃত্যু এ রোগের প্রধান বৈশিষ্ট্য।

Ø     আক্রান্ত মুরগির বাচ্চা চোখ বন্ধ করে ঝিমাতে থাকে।

Ø     ডানা ঝুলে পড়ে।

Ø     প্রচুর পানি পান করে অথবা পিপাসা বেড়ে যায় প্রায় দ্বিগুন।

Ø     পাতলা পায়খানা সাথে লালচে জাতীয় পদার্থ বা মিউকাস থাকে।

Ø     আস্তে আস্তে বাচ্চা রক্ত শুন্যতায় দূর্বল হয়ে মরতে শুরু করে।

Ø     ছোট বাচ্চাদের মৃত্যুর হার ৮০-৯০% হয়।

Ø     বড় মুরগি রক্ত আমাশয় দেখা দিলে মাথার ঝুঁটি ও গলার ফুল ফেকাসে দেখায় এবং পায়খানার সাথে মরা রক্ত বের হয়।

Ø     মৃত্যুর সংখ্যা খুব কম।

Ø     বড় মুরগি এ রোগের জীবানু বহনকারী হিসাবে কাজ করে।

রক্তা আমাশইয়ের রোগ নির্ণয়ঃ 



  1.  লক্ষণ পর্যালোচনা করে এ রোগ নির্ণয় করা যায়
  2.  আক্রান্ত মুরগির বাচ্চা/ মুরগিদের পায়খানা মাইক্রোস্কোপে পরিক্ষা করে রপগ নির্ণয় করা যায়।
  3.  মৃত্য মুরগি ময়না তদন্ত করে পরিপাক্তন্ত্রের দেয়ালে ও সিকামে রক্ত মিশ্রিত পায়খানা, রক্ত ক্ষরণ দেখে এ রোগ নির্ণয় করা যায়।

রক্তা আমাশইয়ের চিকিৎসাঃ 


=>      এমবাইজিন পাউডার ৫০০ গ্রাম

২ গ্রাম ঔষধ ১ লিটার পানির সাথে মিশিয়ে পর পর ৩ দিন চলবে।

এর পর ২ দিন শুধু মাত্র পানি চলবে।

পরের ৩ দিন ঔষধ চলবে।

এর পর ২ দিন শুধু মাত্র পানি চলবে।

পরের ৩ দিন ঔষধ চলবে।

অথবা,

ই এস বি ৩ ৩০% ভেট প্যাকেটের নির্দেশনা অনুসারে খাওয়াতে হবে।

রক্তা আমাশইয়ের প্রতিরোধঃ 


নিম্নের যে কোন একটি ঔষধ মুরগির বাচ্চা/ চিক রিয়ারিং ইউনিটে ব্যাবহার করে রক্তামাশায় রোগ প্রতিরোধ করা যায়। যেমন- লারবেক্স, কারডিন-২৫, ডিকক্সিপ্রিমিক্স ইত্যাদি।

Murgir Rokto Amasoy



No comments:

Post a Comment