পল্টি ক্যানাবলিজম (Canabolism)
পল্টির ক্যানাবলিজমের লক্ষণঃ
Ø দলছুত হয়ে এক কোনে বসে থাকে।
Ø পায়ে টুকরানো।
Ø পালক তোলে ফেলা।
Ø অন্য মুরগির সাথে টুকরা টুকরি।
Ø নিজের ডিম ভেঙ্গে খেয়ে ফেলা।
Ø ওনেক সময় দেখা যায় টুকরা টুকরির ফলে রক্ত বের হয়।
Ø এই ক্ষত স্থানে অন্য মুরগিও টুকরাতে শুরু করে।
Ø কখোনো কখোনো টুকরাতে টুকরাতে মেরে ফেলে।
পল্টির ক্যানাবলিজমের রোগ নির্ণয়ঃ
বৈশিষ্ট্যপূর্ণ ও রোগের ইতিহাস জেনে এই রোগ নির্ণয় করা যায়।
পল্টির ক্যানাবলিজমের চিকিৎসাঃ
কারন অনুযায় চিকিৎসা ও প্রতিরোধ করেতে হবে-
- মুরগিকে খাদ্য গ্রহনের ও পানি পানের পর্যাপ্ত জায়গা, পর্যাপ্ত বাসস্থান নিয়মিত পানি ও খাদ্য সরবরাহ করেলে এ রোগ প্রতিরোধ করা যায়।
- বাড়ন্ত বয়সে (৪-৬ সাপ্তাহ) পাখির ঠোঁট কর্তন/ ডেবিকিং করলে বহুলাংশে প্রতিরোধ হয়।
- কোন মুরগির গায়ে ক্ষত হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁক হতে সরিয়ে নিতে হবে।
No comments:
Post a Comment