Friday, April 17, 2020

পল্টি ক্যানাবলিজম।।Canabolism



পল্টি ক্যানাবলিজম (Canabolism)


প্রধানত পুষ্টিহীনিতা, টাসাটাসি পালন, বহিপরজীবি, ঘরে বেন্টিলেশন কম হলে, আবাহাওয়া অতন্ত্য চরম ভাবাপন্ন, ঘরে আলোর পরিমাণ মাত্রাতিক্ত ফিলেট খাদ্য খাওয়ালে ইত্যাদি।

পল্টির ক্যানাবলিজমের লক্ষণঃ


Ø দলছুত হয়ে এক কোনে বসে থাকে।

Ø পায়ে টুকরানো।

Ø পালক তোলে ফেলা।




Ø পায়ের আঙ্গুল টুকরানো।

Ø অন্য মুরগির সাথে টুকরা টুকরি।

Ø নিজের ডিম ভেঙ্গে খেয়ে ফেলা।


Ø ওনেক সময় দেখা যায় টুকরা টুকরির ফলে রক্ত বের হয়।

Ø এই ক্ষত স্থানে অন্য মুরগিও টুকরাতে শুরু করে।

Ø কখোনো কখোনো টুকরাতে টুকরাতে মেরে ফেলে।

পল্টির ক্যানাবলিজমের রোগ নির্ণয়ঃ 


বৈশিষ্ট্যপূর্ণ ও রোগের ইতিহাস জেনে এই রোগ নির্ণয় করা যায়।

পল্টির ক্যানাবলিজমের চিকিৎসাঃ 


কারন অনুযায় চিকিৎসা ও প্রতিরোধ করেতে হবে-

  •  মুরগিকে খাদ্য গ্রহনের ও পানি পানের পর্যাপ্ত জায়গা, পর্যাপ্ত বাসস্থান নিয়মিত পানি ও খাদ্য সরবরাহ করেলে এ রোগ প্রতিরোধ করা যায়।


  •  বাড়ন্ত বয়সে (৪-৬ সাপ্তাহ) পাখির ঠোঁট কর্তন/ ডেবিকিং করলে বহুলাংশে প্রতিরোধ হয়।
  • কোন মুরগির গায়ে ক্ষত হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁক হতে সরিয়ে নিতে হবে।

Murgir tukratukrir Samadan cikitsa, 

Murgir maramarir cikitsa samadan, 

মুরগির টুকরাটুকরি চিকিৎসা সামাধান,

মুরগির মারামারির চিকিৎসা সামাধান,

No comments:

Post a Comment