Wednesday, April 15, 2020

ত্র্যাপারজিলসিস।।Aspergillosis



ত্র্যাপারজিলসিস (Aspergillosis)


ত্র্যাস্পারজিলেসিস ফিউমিগেটাস (Aspergillosis fumigates) নামক ছাত্রাক।

লক্ষণঃ



  •  নাসারন্ধ্র, ট্রকিয়া, ল্যারিংস, বায়ুরথলি এবং ফুসফুসে দানা দানা সাদা রঙ এর নডুল বা গোটা সৃষ্টি করে।
  •  বাচ্চামুরগীতে তীব্রভাবে লক্ষণসমূহ প্রকাশ পায়, বাচ্চার শ্বাসকষ্ট হয় এবং রোগ মড়কে পরিণত হয়। 
  •  জ্বর, ক্ষুধামন্দ, নিস্তেজতা দেখা যায় আক্রান্ত বাচ্চা মূখ হা করে মাথা ও ঘাড় টান করে শ্বাস গ্রহণ করে।
  •  কখনো কখনো কাশিঁ, হাঁসি ও নাক মুখ দিয়ে শ্লেমা নির্গত হয়।


  •  মৃত্যুর হার অত্যাধিক বেশি।


  •  আক্রান্ত হওয়া ২-৪ দিনের মধ্যে ঝাঁকের অর্ধেকেরও বেশী মৃত্যু ঘটতে পারে।


  •  যকৃত ও অস্ত্র আক্রান্ত হলে ক্ষুধামন্দা ও ডায়রিয়া।


  •  মস্তিষ্ক আক্রান্ত হলে মেননজাইটিস হয় এবং দেহে খিঁচুনী দেখা যায়।


  •  চোখ আক্রান্ত হলে ফুলে যায়, চোখ পেচুটি জমে চোখ প্রায় বন্ধ হয়ে যায়।


রোগ নির্ণয়ঃ


শুধু লক্ষণ দেখে এ রোগ নির্নয় করা কঠিন। কারণ অন্যান্য রোগের লক্ষণের সংগে মিল আছে তাই Post mortem করে এ রোগ নির্ণয় করতে হয়।

চিকিৎসাঃ


এ রোগের প্রাথমিক অবস্থায় কপার (Copper) ১:১০০০ (০.২%) করে পানিতে মিশিয়ে ১-২ সপ্তাহ খাওয়ালে সুফল পাওয়া যায়।

অথবা,

প্রতিকেজি দৈহিক ওজনের জন্য ১ মিলিগ্রাম হিসাবে মিশিয়ে অথবা নির্ষ্টাটিন প্রতি পাখিকে ৬২৫ ইউনিট হিসাবে ৩ বার করে ৫-৬ দিন সেব্য।

No comments:

Post a Comment