Thursday, April 16, 2020

এভিয়ান লিউকোসিস মুরগির রোগ।।Avian lucosis

এভিয়ান লিউকোসিস রোগ


এভিয়ান লিউকোসিস নামক ভাইরাস।

এভিয়ান লিউকোসিস রোগের লক্ষণঃ


· আক্রান্ত মুরগির মাথার ঝুঁটি ফ্যাকাশে বা নীলাভ হয়।

· ঝুঁটি কুঁচকে যায়।

· খাদ্য গ্রহণে মুরগির অনীহা সৃষ্ট হয়।

· মুরগি নিস্তেজ হয়ে পড়ে ও দূর্বল হয়ে থাকে।

· মল পাতলা এবং মলের রং সবুজ হতে পারে।

· দেহের পালক ভাঙ্গা ভাঙ্গা ও ওষ্ক শুষ্ক দেখা যায়।

· আঙ্গুল দিয়ে টিপে দিয়ে আক্রান্ত অঙ্গের বৃদ্ধি অনুভব করা যায়।

· সাধারণত ১৪-১৬ সাপ্তাহ বয়সে রোগের লক্ষণ প্রকাশ পায়।

এভিয়ান লিউকোসিস রোগ নির্ণয়ঃ


বর্ণিত লক্ষণ গুলো মুরগির অন্যান্য অনেক রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখা যায়। তাই শুধুমাত্র লক্ষণ দেখে এই রোগ নির্ণয় করা সম্ভব নয়। সঠিকভাবে রোগ নির্ণইয়ের জন্য গবেষনাগারের সাহায্য প্রয়োজন।

এভিয়ান লিউকোসিস রোগের প্রতিরোধঃ

এই রোগের চিকিৎসা এখনো আবিস্কার হয়নি এবং এই রোগ প্রতিরোধ করা কঠিন। যেহেতু আক্রান্ত মুরগির ডিমের মধ্যমে এই রোগ সংক্রামিত হয় সেহেতু রোগ মুক্ত হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করা উচিত। গবেষণায় দেখা গেছে ষ্টেটারন হরমোন প্রয়োগ করে অনেকাংশে প্রতিরোধ করা যায়। এ রোগের প্রতিকারের জন্যে স্বাস্থ্যপ্রদ ব্যাবস্তাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

No comments:

Post a Comment