Thursday, April 16, 2020

ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিসমুরগির রোগের।।Intechious laryngo-tracheitis


ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিস (Intechious laryngo-tracheitis)


ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিস মুরগির রোগের লক্ষণঃ 


· শ্বাস-প্রশ্বাসের কষ্ট দেখা যায়।

· নাক ও চোখ থেকে তরল পদার্থ বের হয়।

· পরে কাশি হাঁপানি ভাব এবং ঘড় ঘড় শব্দ করে।

· কাঁশির সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত মিশ্রিত মিউকাস বের হয়।

· মূলত মুরগির শ্বাসক্রিয়ায় ঘড় ঘড়, সাঁ সাঁ ও কাঁশি এ রোগের বৈশিষ্ট্য।

· শ্বাস গ্রহণ কালে হাঁপানো ভাব এবং অড় হা করে মাথা উপর দিকে উঠাতে দেখা যায় এবং শ্বাস ত্যাগ কালে মুখ বন্ধ করে নীচের দিকে নামিয়ে দেয়।

· শ্বাস নালীতে সৃষ্ট ইডিমা ফেটে যাওয়ায় মিউকাস বের করতে মুরগি বার বার মাথা ঝঁকায়।

· আক্রান্ত হওয়ার ৪-৫ দিনের মধ্যে অনেক মুরগি মারা যায় এবং মৃত্যুর হার অনেক বেশি হয়।

ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিস রোগ নির্ণয়ঃ 


আক্রান্ত মুরগির বয়স, রোগের তীব্রতা, লক্ষণ, কাশিতে রক্ত, শ্বাস-প্রশ্বাসের সময় ঘড় ঘড় শব্দ ইত্যাদি থেকে রোগ নির্ণয় সহজ হয়। এ ছাড়া ময়না তদন্তে শ্বাস তন্ত্রে ও শ্বাস যন্ত্রে প্রদাহ দেখা যায়। রোগের শেষ পর্যায় শ্বাস তন্ত্রে রক্তপাত ও নাক ও মুখের ভিতরে রক্ত মিশ্রিত মিউকাস দেখা যায়। 




ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিস রোগের চিকিৎসাঃ 


রোগের করণ ভাইরাস বিধায় সুষ্ট কোন চিকিৎসা নেই। অন্য রোগের জটিলতা হতে রক্ষা করতে যে কোন একটি এন্টিবায়োটিক বা সালফাডায়াজল প্রয়োগ করতে হবে।

ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিস রোগের প্রতিরধঃ 


প্রতিষেধক টিকা প্রদানেই এ রোগ প্রতিরোধের এক মাত্র উপায়।

No comments:

Post a Comment