Thursday, April 16, 2020

ইনফেকোসাস ব্রংকাইটি মুরগির রোগ।। Infectious Bronchitis Chicken disease



ইনফেকোসাস ব্রংকাইটিস (Infectious Bronchitis)


এভিয়ান ইনফেকোসাস ব্রংকাইটিস (Infectious Bronchitis)নামক ভাইরাস।

ইনফেকোসাস ব্রংকাইটিস রোগের লক্ষণঃ


· শ্বাস নালীর সাঁ সাঁ শব্দ ও শ্বাস কষ্ট এ রোগের প্রধান বৈশিষ্ট্য।

· নাক মুখ দিয়ে শ্লেমা বার হয়।

· হাঁপানি, কাঁশি, অস্বাভাবিক শ্বাস শব্দ।

· ডিম পড়া মুরগির ডিম পাড়া কমে যায়।

ইনফেকোসাস ব্রংকাইটিস রোগের চিকিৎসাঃ


রোগের করণ ভাইরাস বিধায় সুষ্ট কোন চিকিৎসা নেই। অন্য রোগের জটিলতা হতে রক্ষা করতে যে কোন একটি এন্টিবায়োটিক বা সালফাডায়াজল প্রয়োগ করতে হবে।

ইনফেকোসাস ব্রংকাইটিস রোগের প্রতিরোধঃ 


1. স্বাস্থ্য সম্মত ভাবে লালন-পালন করতে হবে।

2. নাচিলিস Mas + ক্লোন ৩০ (লাইভ) ভ্যাক্সিন ১ দিনের বাচ্চাকে চোখে ফোটা অথবা খাবার পানিতে মিশিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।

No comments:

Post a Comment