Wednesday, April 15, 2020

এগ ড্রপ সিনড্রম’৭৬।।Egg Drop Syndrome’76



এগ ড্রপ সিনড্রম’৭৬ (Egg Drop Syndrome’76)






এভিয়ান এডিনোভাইরাস নামক ভাইরাস।

এগ ড্রপ সিনড্রম’৭৬ রোগের লক্ষণঃ


· ডিমের রঙ বিবর্ণ হয়।

· ডিম পাড়া মুরগির ডিম উৎপাদন একেবারে কমে যায়।

· রোগে আক্রান্ত মুরগি খোসাবিহীন এবং

· খোসাযুক্ত ডিম পাড়ে। 


এগ ড্রপ সিনড্রম’৭৬ রোগ নির্ণয়ঃ


বৈশিষ্টপূর্ণ উপসর্গ দেখে এ রোগ নির্ণয় করা যায়। এছাড়া ডিম পাড়া মুরগির হঠাৎ ডিম উৎপাদন কমে যাবে। এ তথ্য দেখে এ রোগ নির্ণয় করা যায়।

এগ ড্রপ সিনড্রম’৭৬ রোগের চিকিৎসাঃ


এ রোগ ভাইরাসজনিত তাই এ রোগের কোন চিকিৎসা বা ঔষধ নেই।

এগ ড্রপ সিনড্রম’৭৬ রোগের প্রতিরোধঃ


সময় মত টিকা প্রয়োগ করে এই রোগ প্রতিরোধ করা যায়।

No comments:

Post a Comment