Wednesday, April 15, 2020

ম্যারেক্স রোগ।।Marek’s Disease


ম্যারেক্স রোগ (Marek’s Disease)





হারপিস নামক ভাইরাস।

ম্যারেক্স রোগের লক্ষণঃ


· এ রোগের ভাইরাস যে সব অঙ্গের স্নায়ুতে আক্রমন করে ঐসব অঙ্গ প্যারালাইসিস হয়ে যায়।

· ডানার স্নায়ু আক্রন্ত হলে ডানা ঝুলে যায়।

· পায়ের স্নায়ু আক্রান্ত হলে পা অবশ বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাঁটতে পারে না।

· ঘাড়ের মাংস পেশী আক্রান্ত হলে মাথা নিচু হয়ে ঝুলে পড়ে।

· সাধারনত ৬-১০ সপ্তাহের মোরগ-মুরগি এ রোগ বিশেষ ভাবে আক্রান্ত হয়ে থাকে।

· এ রোগে আক্রান্ত মুরগি ৫-৫০% মারা যেতে পারে।

ম্যারেক্স রোগ নির্ণয়ঃ


1. বৈশিষ্টপূর্ণ উপসর্গ এবং রোগের ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায়।

2. বিদেশি জাতের মুরগি ও মুরগির বয়স ৬-১০ সপ্তাহের মধ্যে আক্রান্ত হওয়ার তথ্য থেকে এ রোগ নির্ণয় করা যায়।

ম্যারেক্স রোগের চিকিৎসাঃ


এই রোগ ভাইরাস জনিত তাই এ রোগের কোন চিকিৎসা বা ঔষধ নেই।

ম্যারেক্স রোগের প্রতিরোধঃ


টিকা প্রয়োগ করে রোগ প্রতিরোধ করা যায়। বর্তমানে স্বল্প সংখ্যক হ্যাচারী থেকে সদ্য ফুটন্ত মুরগির বাচ্চাকে ম্যারেক্স রোগের টিকা দেয়া হয়ে থাকে।

No comments:

Post a Comment