Wednesday, April 15, 2020

বসন্ত রোগ।।Avian pox

বসন্ত রোগ (Avian pox)


এভিয়ান হ্যারপেচ (Avian herpes) নামক ভাইরাস।

 বসন্ত রোগের লক্ষণঃ



  •  মুরগির মাথার ঝুঁটি, কানের লতি, গলার ঝুঁটি, চোখের পাতা, ঠোঁটের পার্শ্বেও ত্বকের বসন্তের গুটি সৃষ্ট হয়।
  •  শ্বাস তন্ত্রের উপরিভাগে আবরণে ক্ষত এবং অনেক সময় মুখের মধ্যে ক্ষত হয় এতে মুখ হা করে নিশ্বাস নেয়।
  • মুরগির বাচ্চা এ রোগে বেশি আক্রান্ত হয়।

  •  বসন্ত চোখের পাতায় হয়ে চোখ বন্ধ হয় এবং অন্ধ হয়ে না খেয়ে না খেয়ে মারা যায়।

  •  পাখির জ্বর হয়।

  •  অরুচি হয়।


বসন্ত রোগ নির্ণয়ঃ


মুরগির পালক বিহীন স্থানে গুটি বসন্ত/ক্ষত দেখে এ রোগ নির্ণয় করা যায়। এ ছাড়া ব্লাড অথবা আক্রন্ত স্থান হতে Swab নিয়ে ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়।

বসন্ত রোগের চিকিৎসাঃ

1. পটাশিয়াম পারম্যাঙ্ঘানেট/ডেটল/সেভলন মিশ্রিত পানি দ্বারা বসন্তের গুটি দিনে ৩-৪ বার পরিস্কার করা প্রয়োজন।

2. গুটিতে এন্টিবায়োটিক মলম যেমন- Renanycin ointment অথবা Nebanol powder অথবা সুমেডভেট পাউডার আক্রান্ত স্থানে লাগালে ক্ষত দ্রুত শুকিয়ে যায়।

3. এছাড়া সালফার গ্রুপের ঔষধ যেমন- Cosmix plus Cositrim ১ গ্রাম ঔষধ ১ লিটার পানিতে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে।

4. Vitamix-P খাওয়াতে হবে।

বসন্ত রোগের প্রতিরোধঃ

৩০ দিনে বাচ্চা মুরগির প্রতম বার টিকা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এর পর বছরে একবার করে এ ভ্যাকসিন প্রয়োগ করে পাখি বসন্ত রোগ প্রতিরোধ করা সম্ভব।

No comments:

Post a Comment