Thursday, April 16, 2020

Duck Viral Hefatitis।।ডাক ভাইরাল হিপাটাইটিস



Duck Viral Hefatitis ডাক ভাইরাল হিপাটাইটিস


ডাক ভাইরাল হিপাটাইটিস হাঁসের একটি মারাত্বক ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসের জীবন শক্তি অত্যান্ত শক্ত এবং আক্রান্ত খামার হতে এই রোগ জীবানু ধংস করা অত্যান্ত কঠিন। সাধারন জীবানু নাশক ওষুধ দ্বারা এই জীবানু ধংস করা যাইনা। সাধারণত ডাক ভাইরাল হিপাটাইটিস হাঁসের বাচ্চা আক্রান্ত হয়।

ডাক ভাইরাল হিপাটাইটিস রোগের কারণঃ


Ø ডাক ভাইরাল হিপাটাইটিস ভাইরাস এ রোগের কারণ।

ডাক ভাইরাল হিপাটাইটিস রোগ বিস্তারঃ

  •  আক্রান্ত হাঁসের বাচ্চা সংস্পর্শে।

  • আক্রান্ত হাঁসের পায়খানা, পালক ইত্যাদির মধ্যমে।

  • খাদ্য, পানি ও বাহকের মাধ্যমে।

ডাক ভাইরাল হিপাটাইটিস রোগের লক্ষন সমুহঃ


  •  সাধারনত ১দিন থেকে ৫ সাপ্তাহ বয়সের হাঁসের বাচ্চা ডাক ভাইরাল হিপাটাইটিস রোগে আক্রান্ত হয়।
  •  আক্রান্ত বাচ্চা দুর্বল হয় এবং চলাফেরা করতে পারেনা।
  • বাচ্চার বয়স যত কম রোগের তীব্রতা এবং বাচ্চার মৃত্যুর হার তত বেশি।
  • আক্রান্ত বাচ্চার মৃত্যুর হার ১০০% পর্যন্ত হতে পারে।
  • অধিকাংশ সময় অসুস্থ বাচ্চা চোখ বন্ধ করে ঝিমাতে থাকে।
  • দেহে খিচুনি হয় এবং অনেক সময় এক দিকে কাত হয়ে পড়ে থাকে।
  • মাথা পিছনের দিকে বেঁকে কে।
  • মৃত বাচ্চার কিডনি ও লিভার ফুলে যায়।
  •  পায়খানার সাথে রক্ত থাকতে পারে।
  •  ৪/৫ সাপ্তাহ পর আক্রান্ত বাচ্চা অনেক সময় ভাল হয়।

ডাক ভাইরাল হিপাটাইটিস রোগ নির্ণয়ঃ

হঠাৎ হাসের বাচ্চার পালে আক্রমন, অল্প সময়ে অনেক মৃত্যুর হার এবং অন্যান্য লক্ষন এই রোগ চিনতে সাহায্য করে। মৃত বাচ্চার ময়না তদন্ত করে এই রোগ নিশ্চিতভাবে সনাক্ত করা যায়। ময়না তদন্তে এ রোগে মৃত হাঁসের কিডনি ও লিভার স্বাভাবিক আকারের চেয়ে দ্বিগুন বড় দেখা যায়।

ডাক ভাইরাল হিপাটাইটিস রোগের চিকিৎসাঃ


রোগের করণ ভাইরাস বিধায় সুষ্ট কোন চিকিৎসা নেই। অন্য রোগের জটিলতা হতে রক্ষা করতে যে কোন একটি এন্টিবায়োটিক বা সালফাডায়াজল প্রয়োগ করতে হবে।

ডাক ভাইরাল হিপাটাইটিস রোগেরপ্রতিরোধঃ 

বাচ্চা হাঁসের পিতা মাতার এই রোগের প্রতিরোধ ক্ষমতা থাকলে বাচ্চারা এ রোগে আক্রান্ত হয়না। এ জন্যে ব্রিডিং খামারের সকল হাঁসকে এই রোগের টিকা দেওয়া উচিৎ। হাঁসের রক্তের সিরাম আক্রান্ত বাচ্চার দেহে ইঞ্জেকশান দিলে প্রতিকার পাওয়া যায়। এই রোগ প্রতিকারে ব্রিডার হাঁসকে টিকা প্রদান করতে হয়।

No comments:

Post a Comment