Wednesday, April 15, 2020

ওমফেলাইটিস।।Omphalities



ওমফেলাইটিস (Omphalities)





Escherichia coli নাকম ব্যাকটেরিয়া।

লক্ষণঃ


· বাচ্চা মাথা নিচু করে ঝিমাতে থাকে।

· খাদ্য ও পানি খাওয়া বন্ধ করে দেয়।

· কোন কোন সময় সাদা সাদা আঠালো পাতলা পায়খানা করে।

· পেট ফুলে যেতে পারে এবং পেটে পানি জমে থাকে।

রোগ নির্ণয়ঃ

বৈশিষ্টপূর্ণ উপসর্গ ও রোগের ইতিহাস দেখে রোগ নির্ণয় করা যায়।

চিকিৎসাঃ


ইনোরসল প্রতি লিটার খাবার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।

অথবা,

মাইক্রোনিড প্রতি লিটার খাবার পানিতে ০.৫ থেকে ১.০ গ্রাম মিশিয়ে ৫ দিন খাওয়াতে হবে।

No comments:

Post a Comment