Monday, April 13, 2020

দেশি মুরগি পালনে করণীয় কি কি।।What to do for domesticated chickens

দেশি মুরগি পালনে করণীয় কি কি



বর্তমানে গ্রাম পর্যায় থেকে দেশি মুরগি বিলুপ্তির পথে। যদিও দেশি মুরগি স্বাদে অতুলনিয় বলে দিন দিন দেশি মুরগির চাহিদা বেড়েই চলছে। তাই খামারিরা দেশি মুরগি বাণিজ্যিক চাষ শুরু করেছে।


আমি ও দেশি মুরগি নিয়ে কাজ করছি।


বাণিজ্যিক ভাবে দেশি মুরগি পালনে জন্য যে সব ধাপ অতিক্রম করতে হবে ঃ-

১। খামার পরিকল্পনা

২। দেশি মুরগির জাত বাছাই

৩। ফার্মের জৈব নিরাপত্তা।।Bio security of farm

৩। Quarantine -কোয়ারেন্টাইন বা সংঘ নিরোধ

৪। খাদ্য ব্যাবস্তাপনা

  • বাচ্চা বয়সে খাদ্য ব্যাবস্তাপনা ১-৩০ দিন পর্যন্ত
  • পোলেট বয়সে খাদ্য ব্যাবস্তাপনা ৩০-১০০ দিন পর্যন্ত
  • ফ্যারেন্টস বয়সে খাদ্য ব্যাবস্তাপনা ১০০ দিন থেকে শেষ পর্যন্ত

৫। আলোক ব্যাবস্তাপনা

৬। কৃমি দমন

৭। ভেকসিনেশন

৮। ডিম উৎপাদ

৯। বাচ্চা হেচিং

১০। বাচ্চা ব্রুডিং

১১। FCO নির্ণয়

১২। দৈনিক খাবার গ্রহনের তালিখা

১৩। বাজার জাত করণ

১৪। রোগ নির্ণয় এবং চিকিৎসা


আমি একে একে সব কয়টা পোষ্ট লিখব, এবং লিংক সংযোগ করব।

No comments:

Post a Comment